A group of miscreants trespassed into the house of Gopika Kant Dutta (G.K. Dutta)!

DATE: 25.07.2025 TIME: 09.00 PM
প্রেস বিজ্ঞপ্তি
গোপীকা কান্ত দত্ত (জি.কে দত্ত) এর বাড়িতে একদল দুষ্কৃতীকারি অনধিকার প্রবেশ!
আজ ২৫শে জুলাই, ২০২৫ইং দুপুর আনুমানিক ১২টা ২০মিনিট নাগাদ এক অজ্ঞাত ব্যক্তি শ্রী গোপীকা কান্ত দত্ত (জি.কে দত্ত) এর বাড়ীতে প্রবেশ করে। ঐ সময় উনার বাড়িতে কেবল উনার মা ছিলেন। উনার মা বাধা দেওয়া স্বত্বেও উক্ত দুষ্কৃতিকারী ছলচাতুরী করে ঘরের মধ্যে প্রবেশ করে এবং নানান অজুহাতে উনার স্বর্ণালঙ্কার পরিষ্কার করে দেওয়ার নামে উনার মা এর শরীর থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। উক্ত দুষ্কৃতিকারী শ্রী গোপীকা কান্ত দত্ত (জি.কে দত্ত) এর বাড়ীতে প্রায় ২০ (কুড়ি) মিনিট সময় অবস্থান করে এবং উনার মায়ের তৎপরতায় অবশেষে বাড়ি থেকে পালিয়ে যায়। একই দিনে অনুরূপ ঘটনা শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বাড়িতে সংঘটিত হয়েছে।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সিসিটিভি তে রেকর্ড হওয়া ভিডিও ফুটেজ ও ছবি জনসমক্ষে সোশ্যাল মিডিয়া ও ওয়ার্টস অ্যাপের মাধ্যমে প্রকাশ করা হল।
PRESS RELEASE
A group of miscreants trespassed into the house of Gopika Kant Dutta (G.K. Dutta)!
On July 25, 2025, at approximately 12:20 PM, an unidentified individual entered the house of Mr. Gopika Kant Dutta (G.K. Dutta). At that time, only his mother was at home. Despite her objections, the miscreant deceitfully managed to enter the house and, under various false pretenses, attempted to snatch gold ornaments from her body by claiming he would clean them.
The miscreant remained in Mr. Gopika Kant Dutta’s house for about 20 minutes and eventually fled due to his mother’s alertness and resistance.
On the same day, similar incidents occurred in several other houses under the Sripur Gram Panchayat.
In response to this incident, CCTV footage and images recorded during the event have been released to the public via social media and WhatsApp.