Reagrding transfer request of Sri. Kohinoor Datta, GRS, under Jubarajnagar RD Block.

NO: PRD/D/08919/YD/03170 
DATE: 21.07.2025; TIME: 20.00 HRS 

REGARDING transfer REQUEST of Sri. Kohinoor Datta, GRS, under Jubarajnagar RD Block.

This is to inform all concerned that a formal request has been submitted regarding the transfer of Sri. Kohinoor Datta, Gram Rozgar Sahayak (GRS), currently posted at West Dewanpasha Gram Panchayat under Jubarajnagar RD Block, North Tripura.
As many are aware, a corruption complaint was filed in the year 2022 before the Hon’ble Lokayukta, Tripura, vide Case No. C.C.01(LOK)/2022. Among the seven respondents named in the case, Sri. Kohinoor Datta has been listed as Respondent No. 07. The allegations in the complaint relate to administrative and financial irregularities in Sripur and West Dewanpasha Gram Panchayats during the period when Sri. Datta was serving at Sripur.
Given the sensitive nature of the case and the ongoing proceedings, there is a legitimate concern that the continued posting of Sri. Datta in one of the implicated Gram Panchayats may potentially lead to tampering with evidence or influencing witnesses relevant to the investigation.
In view of the above, a formal letter (Ref. No. PIM/D08919/YD/03139-41) was submitted on 21st July, 2025 to the Block Development Officer, Jubarajnagar RD Block, requesting the immediate transfer of Sri. Kohinoor Datta to any other Gram Panchayat within North Tripura District, excluding Sripur and West Dewanpasha Gram Panchayats. 
For transparency and due diligence, copies of this communication have also been forwarded to the District Magistrate & Collector, North Tripura, and the Pradhan, West Dewanpasha Gram Panchayat.

শ্রী কোহিনূর দত্ত, জি.আর.এস., যুবরাজনগর আর.ডি. ব্লকের অধীনস্থ - বদলির অনুরোধ সম্পর্কে। 

সকল সংশ্লিষ্টকে জানানো যাচ্ছে যে, শ্রী কোহিনূর দত্ত, গ্রাম রোজগার সেবক (জি.আর.এস.), যিনি বর্তমানে যুবরাজনগর আর.ডি. ব্লকের অন্তর্গত পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতে কর্মরত আছেন, তাঁর বদলির জন্য একটি অনুরোধ জানানো হয়েছে।
অনেকেরই জানা আছে যে, ২০২২ সালে মাননীয় লোকায়ুক্ত, ত্রিপুরা-এর নিকট একটি দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছিল (মামলা নম্বর: C.C.01(LOK)/2022)। এই মামলায় মোট সাতজনকে প্রতিপক্ষ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে শ্রী কোহিনূর দত্ত প্রতিপক্ষ নং ০৭ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। অভিযোগে বলা হয়েছে যে, শ্রীপুর ও পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রশাসনিক ও আর্থিক অনিয়ম সংঘটিত হয়েছে, বিশেষত সেই সময়ে যখন শ্রী দত্ত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে কর্মরত ছিলেন।
মামলাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এবং বর্তমানে বিচারাধীন থাকায়, এই মুহূর্তে শ্রী দত্তের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে পদে বহাল থাকা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, যেমন: প্রমাণ লোপাট বা সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা রয়েছে।
এই পরিপ্রেক্ষিতে, ২১শে জুলাই, ২০২৫ তারিখে পত্র নং PIM/D08919/YD/03139-41 অনুসারে ব্লক উন্নয়ন আধিকারিক, 
যুবরাজনগর আর.ডি. ব্লক-এর নিকট একটি অনুরোধপত্র জমা দেওয়া হয়েছে, যাতে শ্রী দত্তকে শ্রীপুর এবং পশ্চিম দেওয়ানপাশা ব্যতীত উত্তর ত্রিপুরা জেলার অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে অবিলম্বে বদলি করার জন্য অনুরোধ করা হয়েছে।
স্বচ্ছতা ও যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করার লক্ষ্যে, উক্ত অনুরোধপত্রের অনুলিপি জেলা শাসক ও কালেক্টর, উত্তর ত্রিপুরা জেলা এবং পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের প্রধান-এর নিকটও প্রেরণ করা হয়েছে।


📈
Do/Task

Participate in skill-building contests and initiatives.


💬
Discuss

Share your thoughts and ideas for national themes.


📊
Poll/Survey

Take part in polls and have your voice count.


📝
InfoBlog

Read News, Guidelines and updates from the Digital Community.


🗣
Talk

Join live dialogues with decision makers.


🎙
Archive

Accumulation of tagged content, in any medium, in which they are published.