ONLINE REPUTATION MANAGEMENT TEAM

FROM SHADOWS TO SPOTLIGHT: WE ELEVATE BRANDS.

Audio & Video Recordings of Meetings

NO: PRD/D08930/YD03458
DATE: 01.08.2025 
TIME: 01.05 PM

NOTIFICATION: AUDIO & VIDEO RECORDING OF MEETINGS
(Notification with effect from: 01st September, 2024)


Residence Chamber/Office of Gopika Kanta Dutta (alias GK Dutta) at Sripur, Vivekananda Sarani, P.S Dharmanagar, North Tripura, Tripura, India.

In the interest of personal safety, legal integrity, and accountability, all in-person meetings, call on meetings and One-on-One Meetings or visits conducted within the personal office chamber of Mr. Gopika Kanta Dutta (alias GK Dutta) are subject to audio and video recording.

All meetings are documented and preserved in photographic, audio, and video formats. Additionally, every visitor is required to write down the purpose of their visit and sign the official register book.

This surveillance is governed by the principles of notice, informed consent, and legitimate purpose, and is implemented in alignment with the right to privacy as recognised under Article 21 of the Constitution of India and in accordance with the Information Technology Act, 2000 and other applicable laws and judicial precedents.

Please note the following:
1. By entering or remaining in his chamber, you acknowledge and consent to being recorded for security, transparency, and documentation purposes.
2. No recording takes place in private or non-designated areas such as restrooms or residential quarters.
3. All recordings are securely stored, encrypted, and accessed only by authorised individuals when reasonably required for legal, security, or evidentiary use.
4. Recordings will not be shared or disseminated to any third party except as required by law or with express consent.
5. Tampering, misuse, or unauthorised access to any surveillance system or data will result in legal consequences as per applicable laws.
 
Those who do not consent to being recorded are requested to inform in advance, and alternative communication arrangements may be considered at the discretion of Gopika Kanta Dutta (i.e., G.K. Dutta).


সাক্ষাতের অডিও ও ভিডিও রেকর্ডিং
(বিজ্ঞপ্তি কার্যকর হবে: ০১লা সেপ্টেম্বর, ২০২৪ থেকে)

গোপিকা কান্ত দত্ত (অর্থাৎ জি.কে. দত্ত)-এর বাসস্থান চেম্বার/অফিস – শ্রীপুর, বিবেকানন্দ সরণি, থানা: ধর্মনগর, উত্তর ত্রিপুরা, ত্রিপুরা, ভারত।

ব্যক্তিগত সুরক্ষা, আইনগত স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, গোপিকা কান্ত দত্ত (অর্থাৎ জি.কে. দত্ত)-এর ব্যক্তিগত অফিস চেম্বারে পরিচালিত সকল সরাসরি সাক্ষাৎ, কল-অন-মিটিং এবং একান্ত সাক্ষাৎ বা ভিজিট অডিও ও ভিডিওর মাধ্যমে রেকর্ড করা হয়।

সমস্ত মিটিং ফটোগ্রাফিক, অডিও ও ভিডিও রূপে রেকর্ড ও সংরক্ষণ করা হয়। এছাড়াও, প্রত্যেক ব্যক্তিকে তাদের ভিজিটের উদ্দেশ্য অফিসিয়াল রেজিস্টার বইতে লিখে স্বাক্ষর করতে হয়।

এই নজরদারির কার্যক্রম নোটিশ, অবগত সম্মতি এবং বৈধ উদ্দেশ্যের নীতিমালার ভিত্তিতে পরিচালিত, যা ভারতের সংবিধানের ২১ নং অনুচ্ছেদে স্বীকৃত গোপনীয়তার অধিকার ও তথ্য প্রযুক্তি আইন, ২০০০ সহ অন্যান্য প্রযোজ্য আইন এবং বিচারিক রায় অনুযায়ী সঞ্চালিত।


অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো লক্ষ্য করুন:
1. আপনি যদি তাঁর চেম্বারে প্রবেশ করেন বা অবস্থান করেন, তবে আপনি নিরাপত্তা, স্বচ্ছতা ও নথিভুক্তির উদ্দেশ্যে রেকর্ডিং-এর জন্য সম্মতি প্রদান করছেন বলে ধরা হবে।
2. প্রাইভেট বা নির্ধারিত নয় এমন স্থানে, যেমন বাথরুম বা আবাসিক কক্ষ, কোনো রেকর্ডিং করা হয় না।
3. সব রেকর্ডিং নিরাপদে সংরক্ষিত, এনক্রিপ্টেড অবস্থায় রাখা হয়, এবং শুধুমাত্র অধিকারপ্রাপ্ত ব্যক্তি আইনগত, নিরাপত্তা বা প্রমাণ সংক্রান্ত প্রয়োজনে তা অ্যাক্সেস করতে পারেন।
4. আইনি প্রয়োজন বা স্পষ্ট সম্মতি ব্যতীত কোনও রেকর্ডিং তৃতীয় পক্ষের সাথে শেয়ার বা প্রকাশ করা হবে না।
5. রেকর্ডিং সিস্টেম বা তথ্যের কোনো রকমের অননুমোদিত প্রবেশ, অপব্যবহার বা টেম্পারিং আইনত দণ্ডনীয় অপরাধ এবং প্রযোজ্য আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

যেসব ব্যাক্তি রেকর্ডিং-এ সম্মত নন, তাদের পূর্বে জানানোর অনুরোধ করা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী বিকল্প যোগাযোগ পদ্ধতির জন্য অনুরোধ করা যেতে পারে, যা গোপিকা কান্ত দত্ত (অর্থাৎ জি.কে. দত্ত)-এর বিবেচনার উপর নির্ভরশীল।


A group of miscreants trespassed into the house of Gopika Kant Dutta (G.K. Dutta)!

NO: PRD/D08923/YD03268
DATE: 25.07.2025 TIME: 09.00 PM

প্রেস বিজ্ঞপ্তি

গোপীকা কান্ত দত্ত (জি.কে দত্ত) এর বাড়িতে একদল দুষ্কৃতীকারি অনধিকার প্রবেশ!

আজ ২৫শে জুলাই, ২০২৫ইং দুপুর আনুমানিক ১২টা ২০মিনিট নাগাদ এক অজ্ঞাত ব্যক্তি শ্রী গোপীকা কান্ত দত্ত (জি.কে দত্ত) এর বাড়ীতে প্রবেশ করে। ঐ সময় উনার বাড়িতে কেবল উনার মা ছিলেন। উনার মা বাধা দেওয়া স্বত্বেও উক্ত দুষ্কৃতিকারী ছলচাতুরী করে ঘরের মধ্যে প্রবেশ করে এবং নানান অজুহাতে উনার স্বর্ণালঙ্কার পরিষ্কার করে দেওয়ার নামে উনার মা এর শরীর থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। উক্ত দুষ্কৃতিকারী শ্রী গোপীকা কান্ত দত্ত (জি.কে দত্ত) এর বাড়ীতে প্রায় ২০ (কুড়ি) মিনিট সময় অবস্থান করে এবং উনার মায়ের তৎপরতায় অবশেষে বাড়ি থেকে পালিয়ে যায়। একই দিনে অনুরূপ ঘটনা শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বাড়িতে সংঘটিত হয়েছে।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সিসিটিভি তে রেকর্ড হওয়া ভিডিও ফুটেজ ও ছবি জনসমক্ষে সোশ্যাল মিডিয়া ও ওয়ার্টস অ্যাপের মাধ্যমে প্রকাশ করা হল।

 PRESS RELEASE

A group of miscreants trespassed into the house of Gopika Kant Dutta (G.K. Dutta)!

On July 25, 2025, at approximately 12:20 PM, an unidentified individual entered the house of Mr. Gopika Kant Dutta (G.K. Dutta). At that time, only his mother was at home. Despite her objections, the miscreant deceitfully managed to enter the house and, under various false pretenses, attempted to snatch gold ornaments from her body by claiming he would clean them.

The miscreant remained in Mr. Gopika Kant Dutta’s house for about 20 minutes and eventually fled due to his mother’s alertness and resistance.

On the same day, similar incidents occurred in several other houses under the Sripur Gram Panchayat.

In response to this incident, CCTV footage and images recorded during the event have been released to the public via social media and WhatsApp.


Reagrding transfer request of Sri. Kohinoor Datta, GRS, under Jubarajnagar RD Block.

NO: PRD/D/08919/YD/03170 
DATE: 21.07.2025; TIME: 20.00 HRS 

REGARDING transfer REQUEST of Sri. Kohinoor Datta, GRS, under Jubarajnagar RD Block.

This is to inform all concerned that a formal request has been submitted regarding the transfer of Sri. Kohinoor Datta, Gram Rozgar Sahayak (GRS), currently posted at West Dewanpasha Gram Panchayat under Jubarajnagar RD Block, North Tripura.
As many are aware, a corruption complaint was filed in the year 2022 before the Hon’ble Lokayukta, Tripura, vide Case No. C.C.01(LOK)/2022. Among the seven respondents named in the case, Sri. Kohinoor Datta has been listed as Respondent No. 07. The allegations in the complaint relate to administrative and financial irregularities in Sripur and West Dewanpasha Gram Panchayats during the period when Sri. Datta was serving at Sripur.
Given the sensitive nature of the case and the ongoing proceedings, there is a legitimate concern that the continued posting of Sri. Datta in one of the implicated Gram Panchayats may potentially lead to tampering with evidence or influencing witnesses relevant to the investigation.
In view of the above, a formal letter (Ref. No. PIM/D08919/YD/03139-41) was submitted on 21st July, 2025 to the Block Development Officer, Jubarajnagar RD Block, requesting the immediate transfer of Sri. Kohinoor Datta to any other Gram Panchayat within North Tripura District, excluding Sripur and West Dewanpasha Gram Panchayats. 
For transparency and due diligence, copies of this communication have also been forwarded to the District Magistrate & Collector, North Tripura, and the Pradhan, West Dewanpasha Gram Panchayat.

শ্রী কোহিনূর দত্ত, জি.আর.এস., যুবরাজনগর আর.ডি. ব্লকের অধীনস্থ - বদলির অনুরোধ সম্পর্কে। 

সকল সংশ্লিষ্টকে জানানো যাচ্ছে যে, শ্রী কোহিনূর দত্ত, গ্রাম রোজগার সেবক (জি.আর.এস.), যিনি বর্তমানে যুবরাজনগর আর.ডি. ব্লকের অন্তর্গত পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতে কর্মরত আছেন, তাঁর বদলির জন্য একটি অনুরোধ জানানো হয়েছে।
অনেকেরই জানা আছে যে, ২০২২ সালে মাননীয় লোকায়ুক্ত, ত্রিপুরা-এর নিকট একটি দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছিল (মামলা নম্বর: C.C.01(LOK)/2022)। এই মামলায় মোট সাতজনকে প্রতিপক্ষ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে শ্রী কোহিনূর দত্ত প্রতিপক্ষ নং ০৭ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। অভিযোগে বলা হয়েছে যে, শ্রীপুর ও পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রশাসনিক ও আর্থিক অনিয়ম সংঘটিত হয়েছে, বিশেষত সেই সময়ে যখন শ্রী দত্ত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে কর্মরত ছিলেন।
মামলাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এবং বর্তমানে বিচারাধীন থাকায়, এই মুহূর্তে শ্রী দত্তের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে পদে বহাল থাকা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, যেমন: প্রমাণ লোপাট বা সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা রয়েছে।
এই পরিপ্রেক্ষিতে, ২১শে জুলাই, ২০২৫ তারিখে পত্র নং PIM/D08919/YD/03139-41 অনুসারে ব্লক উন্নয়ন আধিকারিক, 
যুবরাজনগর আর.ডি. ব্লক-এর নিকট একটি অনুরোধপত্র জমা দেওয়া হয়েছে, যাতে শ্রী দত্তকে শ্রীপুর এবং পশ্চিম দেওয়ানপাশা ব্যতীত উত্তর ত্রিপুরা জেলার অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে অবিলম্বে বদলি করার জন্য অনুরোধ করা হয়েছে।
স্বচ্ছতা ও যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করার লক্ষ্যে, উক্ত অনুরোধপত্রের অনুলিপি জেলা শাসক ও কালেক্টর, উত্তর ত্রিপুরা জেলা এবং পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের প্রধান-এর নিকটও প্রেরণ করা হয়েছে।


What’s New
MyGov Feature

News: Tripura

Experience the latest news update of Government of Tripura. Stay connected with government initiatives, participate in activities, and get real-time updates.

Learn More →
MyGov Samvaad

Samvaad

Monthly e-magazine featuring stories, schemes, and expert interviews.

Read Samvaad →
MyGov Newsletter

Public Relation

Stay updated with the latest Press Release, PR Statements, Social Media, Legal Disclaimers, Events, and Opportunities from GK Dutta.

Check Updates →
MyGov Digest

Guidelines for Influencer

These guidelines outline ethical standards for influencer advertising in digital media, ensuring transparency, authenticity, and compliance with regulations to maintain consumer trust and prevent misleading promotions.

Download →
Most Recent Activity/Blog/Photography
Post 1
Find More About Social Activities

Since 2001, GK Dutta has been dedicated to social service, actively combating illegal activities and championing justice in society.

Find More →
Post 2
Recent Articles By GK Dutta

GK Dutta's recent blogs explore personal development, offering insightful perspectives and inspiring narratives.

Read More →
Post 3
Most Recent Photography

GK Dutta's latest photography showcasing breathtaking landscapes and heritage.

Read More →
GK Dutta - YouTube Channel

Welcome to the Official YouTube Channel of GK Dutta.

Watch Now
GK Dutta Vlogs

Welcome to my official VLOG Channel of GK Dutta.

Visit Now
📈
Do/Task

Participate in skill-building contests and initiatives.


💬
Discuss

Share your thoughts and ideas for national themes.


📊
Poll/Survey

Take part in polls and have your voice count.


📝
InfoBlog

Read News, Guidelines and updates from the Digital Community.


🗣
Talk

Join live dialogues with decision makers.


🎙
Archive

Accumulation of tagged content, in any medium, in which they are published.